রাজকন্যা তুমি অনন্যা
হয় না তোমার তুলনা
অগোচরে মন করেছো চুরি
হাসিতে কেড়েছো মন ।
থাকতে পারিনা একা
অপেক্ষায় কাদে এ মন
ভালবাসা দিবে কি ভাবে মন
হৃদয়ে রয়েছো সারাক্ষণ ।
ব্যস্ততার মাঝে পারিনি ভুলতে
আমায় ছেড়ে যেওনা ,
ফেসবুকের পাতায় পরিচয়
তাতে কি ভালবাসা হয়
তবুও এমন মানেনা বাধন
পেতে চায় ভালবাসা
রাজকন্যা তুমি অনন্যা
হয় না তোমার তুলনা ।
তুমি ছাড়া আমি দিশেহারা
শূন্যতাকে পূর্ণ কর
আমার জীবন ধন্য কর
হৃদয়ে তোমার জায়গা দিয়ও
রাজকন্যা তুমি অনন্যা
হয় না তোমার তুলনা।
4 thoughts on “রাজকন্যা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অত্যন্ত চমৎকার লেখনী ।
ধন্যবাদ শ্রদ্ধাভাজন ফয়জুল মহী
কবিতাটি শব্দনীড়ে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ কবি।
শব্দনীড়ে কিছু লিখার সুযোগপেয়ে নিজেকে ধন্য মনে হয়