ইশতেহার
পৃথিবীর শেষতম মুরগিগুলোকে রাষ্ট্রের খামারে ভরে রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন- রাজপরিবার ছাড়া সকল শেয়ালরা শুধু নিরামিষ খাবে। শেয়ালরাজ্যে আমিষ নিষিদ্ধ।
নিরামিষ খেতে খেতে শেয়ালদের শিকড় গজায়। দেহ থেকে বের হয় মলিন পাতা, শুকনো ডালপালা। শেয়ালেরা নিরামিষে পরিণত হবার পরে রাজা ধরে ধরে আস্ত নিরামিষ খেতে শুরু করলেন। কিন্তু রাজার নিরামিষ হতে রক্ত ঝরে, ডাল চিবুলে বেরোয় হাড় চিবানোর শব্দ।
খুব গোপনে শস্যদানার খোসার ভিতরে জমা হতে থাকে নিযুত হাহাকার। জোনাকির আলোয় বিবর্ণ ফসলের মাঠ ঘুড়ির গায়ে লিখে যায় গোপন ইশতেহার।
এক একটা রোদেলা দিনে শরীরে ইশতেহার নিয়ে উড়ে যায় ঘুড়ি। শুকনো পাতা আর মলিন ডালে নতজানু শেয়ালের পাল বহু আগেই গর্দান সোজা করে আকাশে তাকাতে ভুলে গেছে। ঘুড়ি তাদের চোখে পড়ে না। তবে আকাশের দিকে তাকিয়ে উদোম শরীরে ঘুড়ির পিছু পিছু প্রাণপণে দৌড়ে যায় ক্ষুধার্ত হাড় লিকলিকে শেয়ালশিশুর দল।
#গ্রন্থ: লংকা কিন্তু জ্বলছে না
#লেখক: আবু সাঈদ আহমেদ
অসাধারণ রূপক গল্প। এমন সব লিখা শব্দনীড় এর আর্কাইভ সমৃদ্ধ করবে নিঃসন্দেহে।
খুব গোপনে শস্যদানার খোসার ভিতরে জমা হতে থাকে নিযুত হাহাকার। জোনাকির আলোয় বিবর্ণ ফসলের মাঠ ঘুড়ির গায়ে লিখে যায় গোপন ইশতেহার।