বিস্তার

কচ্ছপের কয়েকটা ডিমে তা দিয়েছিল সিন্ধু ঈগল। ডিম ফুটে বাচ্চা বেরুলো। ঈগলের পালকে কঁচি খোলস ঘষে বাচ্চারা ডেকে উঠল- মা।

‘আয় খোকা, বুকে আয়” বলে খোলস ভেঙ্গে মাংস খেতে শুরু করে দিল। বাকীরা ছুটল সাগর পানে।

যারা বেঁচে রইল তারা জানল মা-ই ঘাতক; সন্তানের মাংসে তার পালক উজ্বল-আকাশে আকাশে তার ডানার বিস্তার।

6 thoughts on “বিস্তার

  1. সিন্ধু ঈগল টি ছিল সৎমা,,,,,হা হা,,,,

    প্রতারক্ও বটে,!

মন্তব্য প্রধান বন্ধ আছে।