আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছে। তুলকালাম বৃষ্টি। জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছে। পা ভিজিয়ে দিচ্ছে। জানালা বন্ধ করতে ইচ্ছা করছেনা। ভিজুক পায়ের পাতা, রাত তিনটায় এটা তার বৃষ্টি বিলাস।
গার্মেন্টস থেকে বাসায় ফিরছে কয়েকজন পুরুষ আর নারী শ্রমিক। দূর থেকে ভেসে আসছে এক পুরুষ শ্রমিকের কন্ঠ। বৃষ্টিমুখর মাঝরাতে মনের সকল দরদ আর কষ্ট জড়ো করে খোলা গলায় গাইছে “গুরু উপায় বলনা/জনম দুঃখির কপাল পোড়া গুরু আমি একজনা….”
মাঝরাত। তুমুল বৃষ্টি। ভিজছে পায়ের পাতা। শ্রমিকের গানে আচ্ছন্ন সময়। গুরুর কাছে উপায় জানতে চেয়ে কেটে যায় এক একটা জীবন। কিন্তু গুরু উপায় বলেন না, গুরুর হয়’তো উপায় বলতে নাই।
"গুরু উপায় বলেন না, গুরুর হয়’তো উপায় বলতে নাই।" __ আসলেই তাই।
মানুষ হলো বেইমান প্রানি
একমাত্র মানুষই বিশ্বাস ভঙ্গ করে, সেই আদম থেকে এখন অবদি, তাই উপায় প্রকাশে গুরু গরুর কাছে যাইতে পারে কিন্তু মানুষের কাছে…..
কিছু কিছু গুরু আছেন উনাদের উপায় জানা না থাকলে বলতে নারাজ, "উপায় আমার জানা নেই"। যদি গুরুত্ব নষ্ট হয়ে যায়!
নবাব সিরাজ-উদ্দৌলার মতো সত্য বলতে পারেন না " উপায় নাই গোলাম হোসেন!"।
দারুণ।
ঠিক তাই…….