রাতের বয়স বাড়ার সাথে সাথে শাদা হতে থাকে চাঁদ, আজও হবে। সিগারেটের ধোয়া গন্ধ ছড়িয়ে মিশে যাবে হাওয়ায়। গাছের পাতায় পাতায় জোছনা, গাছের নিচে নিবিড় অন্ধকার। পাতা ফুড়ে জোছনা নামেনি সেখানে। জোছনার বিদ্ধ করার ক্ষমতা নেই, তবু কি এক আশ্চর্য কৌশলে এফোঁড় ওফোঁড় করে গেছে আমায়।
জোছনায় মগ্ন রাত, অথচ আজ চাঁদই ওঠেনি। আজ সকাল হতেই আষাঢ় বৃষ্টি বিরতিহীন। কদম গাছের শাখায় শাখায় হলুদাভ নক্ষত্রের বিলাসী স্নান।
আকাশ ভরা মেঘ, বৃষ্টি ঝরছে অবিরাম। পানি চুয়ে চুয়ে ঢুকছে কবরে, ভিজে যাচ্ছে আমার কাফন।
ভালো লিখেছেন হরবোলা আবু সাঈদ ভাই। গদ্য পদ্যে আপনি সমান পারদর্শী।
ধন্যবাদ সুমন ভাই।
অভিনন্দন মি. আবু সাঈদ আহমেদ। গুড মর্নিং।
গুড ইভনিং মুরুব্বী আজাদ ভাই।
কবিতার প্রত্যকটি লাইন মন ছুয়ে গেছে আবু সাঈদ ভাই।
ধন্যবাদ লেখক বালক ভাই।
বাস্তব অনুভূতিতে নাড়া দিলেন। চমৎকার উপলব্ধি !
ধন্যবাদ কবি আপা।
আবেগময়।
ধন্যবাদ।
অকবিতাই তো কবিতা হয়ে গেছে সাঈদ ভাই।
ধন্যবাদ সৌমিত্র ভাই।
শুভেচ্ছা প্রিয় লেখক দা।
ধন্যবাদ কবি রিয়া।
সুন্দর।
ধন্যবাদ কবি।
আকাশ ভরা মেঘ, বৃষ্টি ঝরছে অবিরাম। পানি চুয়ে চুয়ে ঢুকছে কবরে, ভিজে যাচ্ছে আমার কাফন।
মৃত্যু যে অনিবার্য তা মনে করিয়ে দেই । রাতের শুভেচ্ছা রইলো, প্রিয় কবি আবু সাঈদ আহমেদ ভাই।
ধন্যবাদ পারভেজ ভাই।