পথভ্রষ্ট বা ধর্মভ্রষ্ট-
আপেল খাওয়ার পাপে
রিজিক তালাশ করতে করতে
থেমেছি এসে তোমার অতল ঠোঁটে
অথবা, রিজিকই এনেছে টেনে।
হে পাঁজরের হাড়
হে প্রিয় হাওয়া-
ফসলের মাঠ ছুঁয়েছে আকাশ
ডাগর শিষ প্রলোভনে দেয় ডাক-
বেশী নয়, চাই আয়ু পরিমাণ শস্যদানার ভাগ
আর অভিশাপে জরো জরো ক্ষণে
আকড়ে ধরার খড়কুটোর সঞ্চয়।
হে দেহাংশ
হে জ্ঞান সংহিতা-
উস্কানি দাও, বাঁচাও আবার
রিজিক তালাশে অগ্নিকুণ্ডে তুষারপুঞ্জে নক্ষত্রপতনে
চরকির মত ঘুরতে ঘুরতে যেজন ক্লান্ত বহুকাল
আমিই সে প্রণয়গ্রস্থ অভিশাপ
নিক্ষিপ্ত হবার দিনে তোমার প্রিয় ডাকনাম।
হে পাঁজরের স্বতন্ত্র সত্ত্বা
হে আপেল পানের মিতা,
ততদিন পাশে থাকো ততদিনই পাশে রাখো
যতদিন এ দেহ ভস্ম না হয়
যতদিন এ দেহ ধূলোয় না মিশে
যতদিন ভস্ম ও ধূলো হতে ফের না জন্মায় তোমার রিজিক।
বেশী নয়, চাই আয়ু পরিমাণ শস্যদানার ভাগ
আর অভিশাপে জরো জরো ক্ষণে
আকড়ে ধরার খড়কুটোর সঞ্চয়।
রিজিক তালাশে অগ্নিকুণ্ডে তুষারপুঞ্জে নক্ষত্রপতনে
চরকির মত ঘুরতে ঘুরতে যেজন ক্লান্ত বহুকাল
আমিই সে প্রণয়গ্রস্থ অভিশাপ
অনেক সুন্দর হয়েছে
যতদিন এ দেহ ভস্ম না হয়
যতদিন এ দেহ ধূলোয় না মিশে
যতদিন ভস্ম ও ধূলো হতে ফের না জন্মায় তোমার রিজিক।
* অসাধারণ….


দারুণ আবু সাঈদ ভাই।
একবাক্যে সুন্দর হরবোলা আবু সাঈদ ভাই।
সুন্দর।