পরিচয়…

বাতাস হয়ে ভেসে বেড়াই
লাগিয়ে গায়ে পাল
ধরবে আমায় কিনছ নাকি
মাছ শিকারির জাল

আমায় ধরা এতোই সহজ
চাইলে দেবো ধরা
জলের সাথে আমার আছে
অনেক বোঝাপড়া

সাঁতার আমি কম জানি না
দৌড়ে পটু বেশ
চোখ পলকে দেখতে পাবে
আমার অবশেষ

হাওয়ার সাথে ভাসি ঠিকই
কিন্তু জানি মাটি
জল সেঞ্চন কম করি নি
রাখতে পরিপাটী

খুঁজছো মিছে এথায় হেথায়
মরছ মিছে খুঁজে
আমায় পাবে মাটির মাঝে
খুঁজো দুচোখ বুজে

মাটি কাদার মানুষ আমি
হৃদয় মাটিময়
মাটির মাঝেই খুঁজলে পাবে
আমার পরিচয়…

5 thoughts on “পরিচয়…

  1. শেষ শব্দটির মিল থাকলে আমার কাছে প্রায় লিখাই ভালো লাগে।
    নিরন্তর শুভেচ্ছা প্রিয় মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমায় ধরা এতোই সহজ
    চাইলে দেবো ধরা
    জলের সাথে আমার আছে
    অনেক বোঝাপড়া – চমতকার অন্ত্যমিল!! মুগ্ধ কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. মাটি কাদার মানুষ আমি
    হৃদয় মাটিময়
    মাটির মাঝেই খুঁজলে পাবে
    আমার পরিচয়…”
    সেই তো মাটির মানুষ তো স্বীয় স্থানেই ফিরে আসে –
    তবে আপনি ছড়া নিয়ে ভাবতে পারেন – শুভকামনা জানবেন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।