প্রবাসী কথন-৪

শরীরে জড়াস তাবিজ কবজ মঙ্গল কামনায়
আহারে বাছা দূর পরবাসে মায়ের বুকেতে আয়
গৃহস্থালি এখনো আছে দু’বেলা দু’মুটো ভাত
ভোরের কুয়াশায় দোরের কাছে ফুটে আছে পারিজাত
আছে সেই সব পিতার জমিন, আগলে রাখার সাধ
যে টুকু খরা মজবুত হাতে করে নিবি আবাদ
আয় বাছা আয় ডাকছে তোকে প্রিয় পুকুরের জল
পুকুর পাড়ের শ্যামলা মেয়ের চোখে জল অবিরল

4 thoughts on “প্রবাসী কথন-৪

  1. ‘আয় বাছা আয় ডাকছে তোকে প্রিয় পুকুরের জল
    পুকুর পাড়ের শ্যামলা মেয়ের চোখে জল অবিরল।’

    ___ অসাধারণ ধারাবাহিক উপহার প্রিয় মকসুদ ভাই।

  2. প্রবাসী জীবন কষ্ট ভীষন
    কেউ বোঝে না ভাই
    সবার জন্য সুখ কিনতে
    কষ্ট করে যাই।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_sad.gif
    সুন্দর লিখেছেন ভাই
    শুভ কামনা

  3. পড়ে মন খারাপ হল। প্রবাস জীবনের কষ্ট কাউকে বোধহয় বোঝানো যাবে না।

  4. আয় বাছা আয় ডাকছে তোকে প্রিয় পুকুরের জল
    পুকুর পাড়ের শ্যামলা মেয়ের চোখে জল অবিরল

    দারুণ অভিব্যাক্তির প্রকাশ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।