শীতের রাতে শীতে কাঁপি শীতের কাঁথা কই
শীতের ভোরে উষ্ণ প্রদেশ গেছে আমার সই
আনতে গেছে রোদ বাতাসা আনতে গেছে খই
ফিরবে সে যে পথের পানে আমিই চেয়ে রই
রৌদ্র নিয়ে ফিরবে যখন আমরা দুজন মিলে
শীতের কাঁথা ফেলে রেখে রোদ পোহাব ঝিলে
রোদের পাখি হয়ে দুজন কাটব ঝিলে সাঁতার
রোদ বিছানায় শুয়ে শুয়ে পাড়ি দেবো পাড়
ফিরবে সে যে রৌদ্র নিয়ে দাঁড়িয়েছি রাস্তায়
মাস পেরুল বছরও তো যায় পেরিয়ে যায়
যায় না দেখা তাহার ছায়া দীর্ঘ দিনের পর
রোদ বিহনে শুকিয়ে মরে নিজস্ব অন্তর
রোদের লাগি মনটা কাঁদে তার লাগি তড়পায়
শীতের কাঁথা শীত মানে না জিয়ল মাছে ঘায়…
“রৌদ্র নিয়ে ফিরবে যখন আমরা দুজন মিলে
শীতের কাঁথা ফেলে রেখে রোদ পোহাব ঝিলে।”
এই আমাদের আবহমান কালের বাংলার চিত্র। প্রবাস মন স্বদেশকে টানবেই।
যায় না দেখা তাহার ছায়া দীর্ঘ দিনের পর
রোদ বিহনে শুকিয়ে মরে নিজস্ব অন্তর
বাহ সুন্দর সনেট কবি,,,,,,,,,

চমত্কার।
রৌদ্র নিয়ে ফিরবে যখন আমরা দুজন মিলে
শীতের কাঁথা ফেলে রেখে রোদ পোহাব ঝিলে
রোদের পাখি হয়ে দুজন কাটব ঝিলে সাঁতার
রোদ বিছানায় শুয়ে শুয়ে পাড়ি দেবো পাড়
এই প্যারাটা আমার দারুন ভাল লেগেছে।