একজন কৃষক যখন চাষ করে সবুজ জমিন
সে দেখে পেতে দেয়া শেখ মুজিবের বুক
একজন বৃদ্ধ মজুর সমস্ত দিনের শেষে
নেতানো গামছায় মোছে নেয় শেখ মুজিবের ঘাম
প্রতিবাদী একজন লেখক রাতের দ্বিতীয় প্রহরে
সফেদ পাতায় জন্মানোর পর
চোখ থেকে খুলে রাখে শেখ মুজিবের কালো ফ্রেমের চশমা
একজন সৎ সাংসদ সংসদের পবিত্র দেয়ালে দেখে
শেখ মুজিবের মহিমাময় মুখ
একজন শিক্ষক ক্লাসের ছাত্রদের পড়ায়
শেখ মুজিব হয়ে উঠার কাহিনী
একজন ছাত্র তাই দৃপ্ততায় জেগে উঠে
একজন মা তার দুগ্ধপোষ্য শিশুর কপালে দেয়
শেখ মুজিবের আশীর্বাদের টিপ
একজন বাবা তার কৌশরোত্তীর্ণ ছেলেকে জানায়
সে শেখ মুজিবের গর্বিত উত্তরসূরি
একজন দক্ষ চিকিৎসক অপারেশন টেবিলে
উন্মুক্ত করে শেখ মুজিবের বিশাল হৃদয়
একজন প্রকৌশলী মনের গভীরে পরম মমতায় গড়ে
শেখ মুজিবের সুউচ্চ মিনার
একজন প্রেমিক প্রেমিকার কানে শোনায়
শেখ মুজিবের বাণী
একজন প্রেমিকা প্রেমিকের চোখে দেখে
দীপ্যমান শেখ মুজিব
একজন অখ্যাত মেজর
কালচক্রে পাঠ করে শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা
পৌঁছে যায় খ্যাতির শিখরে
একটি পতাকায় সূর্যের মতন জ্বলেন শেখ মুজিব
লাল সবুজের এই পতাকা বাংলাদেশের
শেখ মুজিব এবং বাংলাদেশ তাই সমার্থক
যার বুক জুড়ে আঁকা লক্ষ মৃত্যু, ধর্ষণ আর ক্ষুধার্ত রাতের প্রাপ্তি –
একাকী নিভৃত আত্মায় উচ্চারিত চিরকালীন বাঙালী …
একটি বিজয়ের দীর্ঘ উচ্চারণ – জয়বাংলা।
লাল সবুজের এই পতাকা বাংলাদেশের
শেখ মুজিব এবং বাংলাদেশ তাই সমার্থক
শুভেচ্ছা রইলো ।