কবিতা উড়াই আকাশ নীলে
কবিতা ভাসাই জলে
হৃদয় খুঁড়ে কবিতা বিছাই
তোমার পদতলে
আমার কবিতা কবিতা হয়
তোমার স্পর্শ পেলে
তোমার সুরেলা কণ্ঠ ছোঁয়ায়
কবিতারা পাখা মেলে
কবিতা আমি লিখি নি কখনো
লিখতে ইচ্ছে হয়
তুমি পাশে এলে জগত সংসার
হয়ে যায় কবিতাময়
লিখব কবিতা এমন আশায়
হয় তোলপাড় মন
আমার কবিতা ভাসান মাঝে
তোমাকেই প্রয়োজন…
2 thoughts on “কবিতা ভাসান…”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতা উড়াই আকাশ নীলে
কবিতা ভাসাই জলে
হৃদয় খুঁড়ে কবিতা বিছাই
তোমার পদতলে।
___ বেশ রোম্যান্টিক লিখা প্রিয় মকসুদ ভাই।
বর্ণনাশৈলী মনোরঞ্জক-চিত্তাকর্ষক।