রঙ নাম্বার…

কষ্টে ভেজা রাতের বালিশ
কষ্টে ভেজা রাত
সুন্দরীর ঐ নীল খোঁপাতে
মনটা কুপোকাত
নজর তুলে দেখবে কবে
হচ্ছি ভেবে সারা
তাহার পাশে হাঁটছি ভেবে
হচ্ছি পাগলপারা
হচ্ছি পাগল কষ্টে কাতর
দিচ্ছে না সে আশা
জানতে পেলাম তাহার মনে
অন্য কারো বাসা…
অন্য কারো ফুলের বনে
সে হয় নাকি ফুল
অন্য কারো জন্য বাধে
খোঁপা এবং চুল
রঙ নাম্বার ডায়াল করে
ঠিক তো ধরা খেলাম
চোখের জলের বন্যা দিয়ে
দুঃখ বালিশ পেলাম…

3 thoughts on “রঙ নাম্বার…

  1. ভাইয়া, আসসালামু আলায়কুম। ছড়ায় শব্দ প্রয়োগের বিশেষ নৈপুণ্যতা চিত্তাকর্ষক। সাথে আছি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. নিজের কথা নিজেই ভেবে
    পাচ্ছো দুঃখ বালিশ
    করলে প্রেম সেই মেয়েতে
    ডাকতে হতো সালিশ
    ওই মেয়েটা কে জানো তা
    শুনলে পাবে ভয়
    মোদের পাড়ার চাক্কু শফি (আমগো শফি ভাই না)
    তাহার দাদা হয়
    আরো আছে জানতে কি চাও
    মেয়ের ক্যারেকটার
    সবাই জানে মেয়ের কথায়
    ছুড়ির মত ধার
    মেয়ের মামা দিচ্ছে হানা
    মন্ত্রী কার্য্যালয়
    এসব শুনেও তোমার মনে
    প্রেমের কি সাধ হয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।