মেঘ কুমারী

মেঘ কুমারী

মেঘ গিয়েছে মেঘের বাড়ি
মেঘ গিয়েছে মেঘে
মেঘের মেয়ে মেঘ রাজ্যে
একলা থাকে জেগে…

ঘুম কেড়েছে দস্যি বাদল
দমকা হাওয়ায় উড়ে
মেঘ রাজ্যের রাজকুমারী
তার বিহনে পোড়ে…

দস্যি বাদল মন ছুঁয়েছে
কিন্তু গেছে ছেড়ে
একলাপনায় ডাকছে না সে
মেঘের কড়া নেড়ে

মেঘ বালিকা ঘরের কোনে
বিষণ্ণ তার মন
দস্যি বাদল নেয় না খবর
করে না যতন

মেঘ বালিকা একলা জাগে
রাত পেরিয়ে যায়
দস্যি বাদল অন্য মেঘে
নিজেকে হারায়

কোথায় কারা বসে আছে
সময় কোথায় ভাবার
মেঘ কুমারী মুখিয়ে থাকে
বৃষ্টি পাড়ে যাবার…

3 thoughts on “মেঘ কুমারী

  1. আপনার পদ্য লিখন অসাধারণ হয় প্রিয় মকসুদ ভাই। :) শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।