নতুন শহর-২

নতুন শহর-২

শহরের বাতাসে আমন্ত্রণের চিঠি
পিঠাপিঠি বোনের মতো খুনসুটি
সেরে ক্লান্ত হলে পাখির পালকের
বালিশ ঘুমের পথ দেখায়, ঘুমের

রাত অঘুমে কেটে গেলে ভোরের
পাখি হলদে ডানায় আকাশ দেখায়
আলোর আভায় নিজস্ব দিন প্রস্ফুটিত
হতে থাকলে আমি ভাবি যে দিন গেছে

তাকে নিয়ে ভাবিত হবো না সামনের
দিগন্তের হাতছানি আত্মস্থ করে দূর
প্রদেশের নাবিকের মতো দারুচিনি
দ্বীপে নোঙর ফেলব, অনিশ্চিত সময়

একদিন সুস্থির হবে এই আশায় পুনরায়
রোপে যাই সোনালি ধান ফসলের আশায়…

1 thought on “নতুন শহর-২

মন্তব্য প্রধান বন্ধ আছে।