হৃদকমল
আমি হাঁটার সাথে মাটি হাঁটে
হাওয়ায় টের পাই উৎফুল্লতা
পরিবেশ পরিপাশে আত্মীয়তার
আগ্রহ দেখে পুনরায় নিজের দরজায়
ঠোকরাই, ডেকে নিবে আপন আলয়
প্রসারিত দুই হাতের মধ্যে এঁটে যাবে
নির্মল শৈশব, দুরন্ত কৈশোরের পরে
টগবগে যৌবন থমকে গেলে, মধ্য বয়সী
ধাতে আমি লাগাম লাগাই, পরন্ত
বেলায় অন্ধকার ধেয়ে আসছে দেখে
পোষাক পাল্টাই, স্মৃতি পাড়ে আসে
পরিচিত মুখের ঝাপসা অবয়ব। আমি
তারে গুনতে থাকি মিলানোর চেষ্টায়…
ফিরে দেখি, হেঁটে গেলে ফিরে পাই
পাতার আওয়াজ, অনাদরে ঝরেছে
যেসব সেসব আমারই সাথী একসাথে
পেরিয়েছে বসন্তের পরিপথ। সময় এখন
ফিরে দেখার বেলা পিছনে তাকালে দেখি
মন্দ কাটে নি যতটুকু সম্ভব ছিল করেছি
এখন ঝরে যাওয়ার বেলা… পাতার ঝরেছে
নতুন শাখারা প্রস্তুত। মৌমাছির গুঞ্জরিত
শব্দে পুবের আকাশে উঠে নতুন সূর্য…
সুন্দর।
সুন্দর ও বেশ সাজানো গুছানো লেখা৷ ধন্যবাদ৷
অনেক ভালো লাগলো
সুন্দর লেখা
অভিনন্দন
শুভকামনা