জীবন সায়াহ্নে

জীবন সায়াহ্নে

একদিন প্রান্তের নদীরা শুকিয়ে যাবে
বৃক্ষের বৃদ্ধত্ব হাঁটু গেড়ে কার্বনের ভিক্ষা মাগবে
একদিন ধোপা দুরুস্ত পোষাকে লেগে যাবে
ময়লার দাগ, পিচ করা ঝকঝকে রাস্তায়
গোল্লাছুট খেলবে বেওয়ারিশ সারমেয়
একদিন প্রাচীন সুন্দরী অন্দরের আয়নায়
দেখবে ক্ষয়ে উঠা মুখ, তাগড়া জোয়ান
উদগত কর্মের শেষে অতৃপ্তির আশ্লেষে
গজরাবে, একদিন সময়ের অন্তে সময়
তড়পাবে, ভোরের সূর্য পশ্চিমে অস্ত যাবে
একদিন মধ্যাহ্নের পরে পেলব বাতাসে
গ্রহণ দেখা দেবে, ঝঞ্ঝাক্ষুব্ধ সাগরে শান্ত
সমাহিত নৌকা তলানিতে ঠেকবে
একদিন সুরেলা সুরের পাখি কণ্ঠের
জড়তায় ভুল সুরে গাইবে বেহাগ
একদিন থেমে যাবে নদীকথা, পাখিকথা
একদিন মুছে যাবে জীবনের পাপ
একদিন জীবনের প্রবল প্রাবল্য লুপ্ত হবে
তবু থেকে যাবে মায়া, থেকে যাবে ঘামের চিহ্ন

2 thoughts on “জীবন সায়াহ্নে

  1. ' একদিন থেমে যাবে নদীকথা, পাখিকথা
    একদিন মুছে যাবে জীবনের পাপ
    একদিন জীবনের প্রবল প্রাবল্য লুপ্ত হবে
    তবু থেকে যাবে মায়া, থেকে যাবে ঘামের চিহ্ন'

    _____ এই ই জীবন প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।