সুস্থ রাজনীতি চাই…

সুস্থ রাজনীতি চাই…

ঝরলো দুটি তাজা প্রাণ
দায়টা এবার কার হবে
শাহ মস্তফার শান্ত শহর
কেন ছারখার হবে

রাজার নীতি প্রজার ভাল
মুখে এটাই বলি সবে
তবে কেন দুই তাজা প্রাণ
রাজনীতির এই বলি হবে

রাজার নীতির মাথায় যারা
ডিমে বসে দিচ্ছ তা
মানুষ যদি নিজকে ভাবো
কেন মেনে নিচ্ছ তা

এবার না হয় নীচে নামো
খুলো নিজের বন্ধ আঁখি
সুস্থ সাদা রাজনীতিরে
একটু করো ডাকাডাকি

মানুষ হওয়ার দায়টা মেটাও
বন্ধ করো রক্ত খেলা
এই সুযোগে আকড়ে ধরো
মানবতার শক্ত বেলা…

2 thoughts on “সুস্থ রাজনীতি চাই…

  1. 'এবার না হয় নীচে নামো
    খুলো নিজের বন্ধ আঁখি
    সুস্থ সাদা রাজনীতিরে
    একটু করো ডাকাডাকি।' __________ সহমত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।