আশাবাদ
রাতের অন্ধকারে সময় চুরি করে ফিরি
ঘুমের কষ্টে কাতরাই, ঝিঝির ধার করা আলোয়
রাত্রি পাড়ি দেই, ভোরের সূর্যে লালিমার পৃথিবী
জেগে উঠলে চুরি করা সময়ের পাড় ধরে হাঁটতে
শুরু করি। কোন একদিন জীবন ফিরিয়ে দিবে…
আশাবাদ
রাতের অন্ধকারে সময় চুরি করে ফিরি
ঘুমের কষ্টে কাতরাই, ঝিঝির ধার করা আলোয়
রাত্রি পাড়ি দেই, ভোরের সূর্যে লালিমার পৃথিবী
জেগে উঠলে চুরি করা সময়ের পাড় ধরে হাঁটতে
শুরু করি। কোন একদিন জীবন ফিরিয়ে দিবে…
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আশাবাদীদের পক্ষাবলম্বন করি। শুভেচ্ছা…
জীবন অপেক্ষায় থাকে। শুভেচ্ছা প্রিয় মকসুদ ভাই।
অনেক সুন্দর।