বিভ্রান্তি
অতিক্রান্ত রৌদ্রের পরে অন্ধকার ধেয়ে এলে ধুলাগুলি ধূসরিত বাতাসে জিরোনোর অবসর পায়, গৃহমুখি মানুষের মুখ সুখস্মৃতি আনে… নিজেদের পাঁজরে পায়ের চিহ্ন ধারণ করে অপেক্ষায় থাকে পরবর্তী ভোরের… ধুলা ধূসরিত পথে হাঁটবে গৃহত্যাগী মানুষ… বিভ্রান্ত সময় পেরিয়ে কোথাও পৌঁছাবে…
'ধুলা ধূসরিত পথে হাঁটবে গৃহত্যাগী মানুষ… বিভ্রান্ত সময় পেরিয়ে কোথাও পৌঁছাবে…' ___ এটাই নিয়তি।
দারুণ অনুভব।