রমজান মাসের ভিক্ষাবৃত্তি …

রমজান মাসের ভিক্ষাবৃত্তি …

ভিক্ষাবৃত্তি বা লিল্লাহ যে একটা কলা (আর্ট) তা জানতে এবং বুঝতে হলে আপনাকে রমজানের পুরোমাস বিলেতের বাংলা চ্যানেল দেখতে হবে… দেখতে হবে কি প্রকারে এই কলার মাধ্যমে কিভাবে মানুষকে প্রলোভন দেয়া হয়… কিভাবে প্রয়োগ করা হয়… আমাদের দরজায় নিয়মিত, অনিয়মিত যে ভিক্ষুক দাঁড়ায় তাকে, তাদেরকে প্রায়ই আমরা তাড়িয়ে দেই, বিরক্ত হলে ধমকে দেই, চূড়ান্ত বিরক্তিতে দৌড়ানি দেই অর্থাৎ ভিক্ষুকের সাথে যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু টিভি পর্দার ভিক্ষুকের সাথে এর কোনটাই সম্ভব না… সে, তারা আপনাকে সোজা নরকের রাস্তা দেখিয়ে দেবে… ভিক্ষা, লিল্লাহ না দিয়ে পার পাবেন না… আপনি ধর্ম পরায়ণ বেহেশতে যাওয়ার খায়েশ রাখেন আপনাকে ভিক্ষা দিতেই হবে, টিভির ভিক্ষুকদের ভিক্ষা না দিয়ে বেহেশতে প্রবেশ প্রায় অসম্ভব… আপনার আপন ভাই না খেয়ে আছে, আপন বোনের পরনে ছেঁড়া শাড়ী… টাকার অভাবে আপনার চাচার চিকিৎসা হচ্ছে না… আপনার মামা, খালা, ফুফু কিংবা আপনার অন্য কোন নিকট আত্মীয় দারিদ্যের কষাঘাতে বিপর্যস্ত, মানবেতর জীবন যাপন করছে… এদের দিকে খেয়াল না দিলেও চলবে… আপনি বরং সোমালিয়ায় পানির কল বসান, সিরিয়ায় সেহরির সামগ্রী পাঠান… আপনার দরিদ্র প্রতিবেশীর ঘরে তিনদিন ধরে রান্না হয়নি দুধের বাচ্চারা খিধেয় কাঁদছে… আপনি এতে ব্যথিত হওয়ার কোন কারণ নাই আপনাকে বেহেশতে যেতে হবে তার জন্য আপনাকে এতিমখানায় টাকা দিতে হবে, মসজিদে টাকা দিতে হবে, মাদ্রাসায় টাকা দিতে হবে… আপনার ঘরে কেউ অভুক্ত আছে, আপনার প্রতিবেশী কেউ অসুখে মরছে এসব আপনি কেন পরোয়া করবেন… আশেপাশে যাই ঘটুক সেসব ভুলে আপনি গাজার চিন্তা করুন, সিরিয়ার চিন্তা করুন, রোহিঙ্গার চিন্তা করুন… আপনাকে বেহেশতে যেতে হবে… আপনার থেকে হাজার মাইল দূরের এতিমখানা, মাদ্রাসা, মসজিদ আপনাকে বেহেশত পাওয়াবে… আপনি মুক্ত হস্তে স্বামীকে না জানিয়ে দান করুন… মদের পয়সা, সুদের পয়সা, মিথ্যা বেনিফিটের পয়সা দান করুন, করতেই থাকুন… আপনাকেই বেহেশত ডাকছে…

রমজান মাসে টিভি চ্যানেলে ভিক্ষা দেয়া মানেই নিশ্চিত বেহেশত, এখনই পরীক্ষা করে দেখুন… বিফলে মূল্য ফেরত…

3 thoughts on “রমজান মাসের ভিক্ষাবৃত্তি …

  1. রমজান মাসের ভিক্ষাবৃত্তি'র এমনতর স্টাইল আমাদের দেশের পাড়া মহল্লায়ও আছে। প্রত্যেকদিন বিভিন্ন জায়গায়। শিডিউল করা থাকে। মাইক ব্যবহারকারীর দরদীকণ্ঠে সব উপাদনই থাকে; শুধু আন্তর্জাতিক দোহাই ছাড়া। বিনে পয়সার বিজ্ঞাপনে ব্যবসা মন্দ না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  2. অভিনব চাতুর্যের এই সব ভিক্ষাবৃত্তি। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।