খগেন নাপিত

খগেন নাপিত

খগেন নাপিতের কাছে চুল কাটা বড় মজার
খগেনের রসবোধ অসাধারণ
পরশির অন্দরমহল, রাজনীতির অলিগলি
আদিরস, এমনভাবে পরিবেশন করে যে
মুগ্ধ না হয়ে থাকা যায় না

প্রতিমাসে একবার খগেনের দারস্থ হতে হয়
খগেন অবলীলায় কানমলে দেয়
কৈশোরে লজিং মাস্টারের কানমলায়
ক্রোধিত হতাম, মনেমনে বলতাম
ফিরিয়ে দেবো, অকারণের কানমলা
ফিরিয়ে দেয়ার আগেই লজিং মাস্টার
গত হয়েছে তার জানাজায় গিয়ে
আফসোস এবং অনুশোচনা
একসাথে অনুভব করেছি

অকারণ কানমলা ফিরিয়ে দেয়া হয় নি
তবু খগেনের কানমলায় লজিং মাস্টার
স্মরণে এসে যায়

খগেনের কাছে মাসে একবার ধর্না দিলেও
কোনদিন সামাজিকতার চিন্তা করিনি
একে ছোটজাত তাও মালাউন
চুল কাটাতে দেই এটুকই যথেষ্ট

চন্দ্রভ্রমণের তাণ্ডবে যখন
খগেন লাশ হয়, জ্ঞাতি ভাইয়েরা যখন
শ্মশানে নিয়ে যায়, আমি যেতে পারিনি
নাপিতের শেষকৃত্যে উপস্থিত হওয়া
আমাকে মানায় না

নাপিত, মুচি, ডোম, মেথর
প্রয়োজনে এদের কাছে যাওয়া যায়
আদতে এদের থেকে দূরে থাকতে হয়
এরা নিম্নজন, অচ্ছুৎ
এদের ছোঁয়াচ থেকে বেঁচে থাকাই আভিজাত্য

খগেন বেশ মজার মানুষ ছিল
রসবোধ ছিল অতুলনীয়
তবু সে নিম্নজাত, তার জন্য
আমার আভিজাত্য বিসর্জন দিতে পারি না

5 thoughts on “খগেন নাপিত

  1. খগেনের (খগেনদের) রসবোধ অসাধারণ
    পরশির অন্দরমহল, রাজনীতির অলিগলি
    আদিরস, এমনভাবে পরিবেশন করে যে
    মুগ্ধ না হয়ে থাকা যায় না। ___ ঠিক তাই। :)

  2. প্রতিমাসে একবার খগেনের দারস্থ হতে হয়
    খগেন অবলীলায় কানমলে দেয়।

    এভাবে আমরাও বড় হয়েছি কবি মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  3. প্রতিমাসে আমাকেও একবার খগেনের দারস্থ হতে হয় কবি। :)

  4. নরসুন্দর খগেন নাপিতরা চিরকাল খগেন নামেই থেকে যায়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।