এসো নারী
এসো বোন, মাতৃ
এসো প্রিয় আত্মজা
এসো সহধর্মিণী
জীবনের পূর্ণতা উপলব্ধ হউক
ধর্ষকের শিশ্নে প্রতিভাত
হউক জন্ম তোমাদের
নারীরা মানুষ না, তারা নারী
তারা মেয়েমানুষ
অপাংক্তেয় জন্ম তাদের
মানুষের সারিতে বসতে হলে
দেবতাকে খুশি করতে হয়, শিশ্ন দেবতা
শিশ্নই নারীর চরম নিয়তি
নারী, কি করে সহ্য করো!
হে মাতৃ, হে কন্যা, জায়া, ভগিনী
এইবার রুখে দাঁড়াও
অসম্মতির শিশ্ন কর্তন করো
ধর্ষকের শিশ্ন কর্তন করে
সেঁটে দাও তার কপালে
জানিয়ে দাও তারও মানবজন্ম হয় নি
কদাকার শিশ্ন ছাড়া তার
অন্য কোন পরিচয় নাই
হে মাতৃ, হে কন্যা, জায়া, ভগিনী
এইবার রুখে দাঁড়াও
অসম্মতির শিশ্ন কর্তন করো
নারী, কি করে সহ্য করো!
দুঃখজনক।
ধর্ষকের শিশ্ন কর্তন করে
সেঁটে দাও তার কপালে
জানিয়ে দাও তারও মানবজন্ম হয় নি।
জীবনের পূর্ণতা উপলব্ধ হউক।
নারী আছে নারী থাকবে। পাশাপাশি এই সব পাষণ্ডরাও থাকবে।
নারীরা মানুষ না, তারা নারী
তারা মেয়েমানুষ
অপাংক্তেয় জন্ম তাদের।
ভালো হয়েছে
অনবদ্য লিখেছেন। শুভেচ্ছা জানবেন