অনুধাবন
সৃষ্টিকে, তার লীলাকে বুঝতে ধ্যানে বসবো
শুনে আমাদের মহীম সন্যাসী
বললো ব্যাটা ধ্যানে বসে অকেজো
অক্ষম মানুষ, সৃষ্টিকে পেতে
তার লীলা অনুসন্ধান করতে
মহীম হতে হবে না, নিজের অন্দরে ঝুকে
দেখ, দেখবে সৃষ্টি বিরাজমান
চাইলাম মহীম সন্যাসীর চোখে
জিজ্ঞাসা অনুধাবন করে
দূর অতীতে থেকে ফিরে বললো, ব্যাটা
আমিও বিভ্রান্ত ছিলাম
হিমালয়ের চূড়ায় ভগবান থাকেন জেনে
তাকে খুঁজতে গিয়ে নিরাশ হয়েছি
হিমালয়ে কঠিন শিলা, সেথায় ভগবান নাই
ভগ্নমনে ফিরবার পথে ভগবান উদয় হলেন
বললেন মিছেমিছি এতোদূর এলি
আকাশে পাতালে পাহাড়ের গুহায় খুঁজতে
হবে না, আমাকে পাবি যদি নিজেকে খুঁজে পাস
ঈশ্বর তোকে ধারণ করে আছে, খোঁজাখুঁজি অর্থহীন
নিজকে চিনতে পারলেই জানবি ঈশ্বর পেয়েছিস
হিমালয়ের চূড়ায় ভগবান থাকেন জেনে
তাকে খুঁজতে গিয়ে নিরাশ হয়েছি
হিমালয়ে কঠিন শিলা, সেথায় ভগবান নাই
নিজকে চিনতে পারলেই জানবি ঈশ্বর পেয়েছিস।
এখানেই ধর্ম এখানেই সব। মানুষের মাঝে।
আমাকে পাবি যদি নিজেকে খুঁজে পাস।
সৃষ্টিকে এবং তার লীলাকে বুঝতে ধ্যানের বিকল্প নেই।
ভগবান উদয় হলেন
বললেন মিছেমিছি এতোদূর এলি
আকাশে পাতালে পাহাড়ের গুহায় খুঁজতে
হবে না, আমাকে পাবি যদি নিজেকে খুঁজে পাস।
অসাধারণ লেখেছেন কবি দা