আমাদের স্মৃতিঘাটে
শ্যাওলা জমে ছিল
সন্তর্পণে জল ছুঁয়ে
পরিশুদ্ধ হয়েছি
আমাদের স্মৃতিমাঠে
ঘাস ছিল না
বুকের ঘাসে
ছুটেছি দাড়িয়াবান্ধা মাঠ
অভাবের ছিলনা
অবান্তর হাসফাস
আমাদের স্মৃতিস্কুলে
বাজে নি ছুটির ঘণ্টা
আক্ষেপ না করে
কাটিয়েছি অতিক্রান্ত সময়
আমাদের স্মৃতিবিকেলে
হল্লা ছিল, অকারণ
ছুটার পরে কলের
ঠাণ্ডা জলে ছিল
আয়েশের তৃপ্তি
ফিরে গেলে স্মৃতিদিনে
নিষ্কলঙ্ক ছায়া দেখি
নির্মল ছাপে দেখি
আসছে আজদাহা রাত
ভোরে সবকিছু বদলে যায়
সূর্যের উত্তাপে রাস্তার পিছ
উত্তপ্ত হলে শৈশব উবে যায়
অতীতের পথে চেয়ে
হাসফাস হয়তো জায়েজ
চাঁদের মায়াবী আলোয়
কাতরতা হয়তো মানায়
বাস্তব বড় রূঢ়
নিজের প্রয়োজনে
গিলে ফেলে সোনালী অতীত
নিজের প্রয়োজনে হয় ক্ষিপ্র ঈগল
মানিয়ে নিতে হয়
টিকে থাকার তরে
বেঁচে থাকার জন্য
করতে হয় ঈগল যুদ্ধ
স্মৃতিপারে নির্মল শৈশব তড়পায়
বাস্তবে নুনের অভাবে ঘটে
কারবালা কাণ্ড …
.
#গুগলি_কিংবা_ফিরে_যাওয়া_২
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি আবু মকসুদ ভাই। ভালো থাকবেন।
সুন্দর কথা কাব্যের ধারাবাহিক।
বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন কবি।
বিজয়ের দিবসে ভালোবাসা কবি আবু মকসুদ ভাই। চলুক ধারাবাহিক।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দাদা ভাই।
বিজয় দিবসের শুভেচ্ছা নেবেন মকসুদ ভাই।