শীত

শীত এসে গেছে। বৃক্ষের পাতা,
ঝরার বেদনায় মর্ষিত। শাখা
নদী গুলো মাতৃ নদী থেকে
ক্রমে হচ্ছে বিচ্ছিন্ন। পাখির
পালক খসে জমা হচ্ছে ঘাসের
বিছানায়, বিরহী ঘাস দীর্ঘমেয়াদী
আড়ালের প্রস্তুতি নিচ্ছে।

পিচ রাস্তা গুলোর মনে অম্বরে
ডানা মেলার যে ইচ্ছা জাগ্রত
হয়েছিল, আপাতত সে ইচ্ছার
বিরতি। দূরের দিগন্ত হিমালয়ে
কানামাছি খেলবে, এভারেস্টের
চূড়ায় লিখে রাখবে বিস্তারকথা।
কত অবহেলায় দিন গুজরান করতে
হয়, অভিযোগ আমলে নিয়ে সদাশয়
হিমালয় দিগন্ত সনে বন্ধুত্ব পাতাবে।
অবেলার শীতে দিগন্তের দীর্ঘদিনের
স্বপ্ন পরিত্যাগে বাধ্য করছে।

শীত এসে গেছে উচ্ছল তরুণী
কাপড়ের পুরুত্বের খোঁজে ট্রাঙ্ক
তোলপাড় করছে, মিহি কাপড়
ফেলে দিচ্ছে বিগতের আস্তাকুঁড়ে ।
বুকের বোতাম খোলা যুবক
পুলওভার আঁকড়ে ধরছে, তীব্র
হাহুতাশ বক্ষ বিদীর্ণ করছে।

শীত এসে গেছে, কম্বলের ওমে
বাড়ছে জনসংখ্যা। ওজন স্তরের
বিপরীতে শ্রাবণ প্রাধান্য পাচ্ছে।
শীত এসে গেছে, মানুষের উত্তপ্ত
মুখে ঠাণ্ডা লেগে জবান পরবর্তীত
হচ্ছে। শীতায়িত মানুষ লেপের ওমে
নিজেদের প্রবাহিত করছে।
দরজার বাইরে থেমে গেছে প্রবাহিত
নদী, থেমে গেছে বিবিধ স্মারক।

6 thoughts on “শীত

  1. পাখির পালক খসে জমা হচ্ছে ঘাসের
    বিছানায়, বিরহী ঘাস দীর্ঘমেয়াদী
    আড়ালের প্রস্তুতি নিচ্ছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শীত এসে গেছে, কম্বলের ওমে

    বাড়ছে জনসংখ্যা। 

     

     হুম শীত ভালো। 

     

    কবিতা ভালো লেগেছে।

  3. হ্যাঁ, সত্যি শীত এসে গেছে। শীতে আগমনে প্রভাতকালে দুর্বাঘাসগুলোতে শিশিরে চিক-চিকানি দেখা যাচ্ছে। আগমনী শীতের শুভেচ্ছা রইলো।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।