এক বসন্তের চুক্তি,
অন্য বসন্তের আগে বরখেলাফি।
বৃক্ষে বাহারি ফুলের আগমন,
বিভ্রান্ত প্রজাপতি।
বসন্ত বসন্তের গায়ে হেলান দিয়ে
মাঠ পেরোয়, ঘাট পেরোয়
বাট পেরোনোর চেষ্টায় পুনরায়
চোখাচোখি, পুনরায় চুক্তি
এবার শক্ত বাধন, সহজে মুক্তির
সম্ভাবনা কম।
এই যুগলের বসন্ত সার্থক হোক,
তাদের বাসন্তিক শুভেচ্ছা।
.
14 February at 21:42
মনোমুগ্ধকর অভিব্যক্তি
যুগলের বসন্ত সার্থক হোক, তাদের বাসন্তিক শুভেচ্ছা।