সময়ের_মাপে

এই সত্য একদিন মোড় নেবে
একদিন পরগাছা গাছে পুষ্প ফুটলে
জেনে যাব তোমাদের অবজ্ঞায়
কিছুই যায় আসে না।

ব্যঙ্গ, বিদ্রুপে ক্ষণিকের আত্মতৃপ্তি
পেলে পেতেও পার, বক্রোক্তি
দিতে পারে ক্ষণিকের উল্লাস!
হে নির্বোধ, দিন শেষে তার মুখেই
ফুটবে হাসি যে সত্যনিষ্ঠ ছিল।

তোমাদের উল্লাসে হতাশ নই
বৃক্ষ কর্মে কোন ছেদ পড়ছে না
সময়ের মাপে আমরা পয়মন্ত হব
তোমাদের কোন নাম নিশানা থাকবে না।

2 thoughts on “সময়ের_মাপে

  1. তোমাদের উল্লাসে হতাশ নই
    বৃক্ষ কর্মে কোন ছেদ পড়ছে না
    সময়ের মাপে আমরা পয়মন্ত হব
    তোমাদের কোন নাম নিশানা থাকবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।