আমার আদিগন্ত মাঠে তোমার ঢেউ,
একলা নৈসর্গে উঁকি দিয়ে যাও।
বৈরাগ্য নিয়ে দেখেছি পিছু পিছু
তুমি আছ। জগৎ-সংসার ক্রমেই
তুমিময় হয়ে উঠছে, নিস্তার নেই।
একদা আমার নিজস্ব জীবন ছিল
মাছের স্বাধীনতায় ঘুরে বেরিয়েছি
খাল-বিল। ভাবুক পাখির ডানায়
কতরাত আকাশ ছুঁয়েছি। একলা
জ্যোৎস্নায় মেতেছি ঝিঁঝি খেলায়।
সবকিছুই বিদায় নিয়েছে। বিদায়
নিয়েছে মন খারাপের মেঘ। উদাসী
বাতাস হঠাৎ জেঁকে বসে না।
সবখানেই তোমার দখলত্ব। নিজের
বলে কিছুই রইল না। আফসোস!
না নেই! তোমার সাহচর্যে দিন কাটছে,
মন্দ কাটছে এটা বলা যাবে না।
ভালো এবং নিরাপদ থাকুন প্রিয় কবি আবু মকসুদ ভাই। সালাম।