মুক্ত_পাখি

Galib_1.jp
আহা, সুলেখা তোমাকেই খুঁজছিলাম
চারপাশে এত বেশি ইতর
দু’দণ্ড কথা বলার জন্য
প্রাণ ধরফর করছিল।

সুলেখা, ওই যে পাখি দেখছো
মুক্ত আকাশকে ঘর বানিয়ে নিয়েছে
ইতরের পাল্লায় পড়লে
পাগলা গারদে বন্দী জীবন কাটাতো।

সুলেখা, পাখির কি কোন দল হয়; না থাকা উচিত
ডানায় কি আনুগত্যের ছাপ মারা থাকবে
যদি সেও পোষা তোতা হয়ে যায়
আকাশকে ঘর ভাবার অধিকার কি থাকবে!

নিন্দিত ইতর কিছুই বুঝে না
তারা চায় পোষা তোতা, নিজেদের খাঁচা জীবনে
সবাই বন্দী হউক এটাই তাদের চাওয়া
খাঁচাকে তারা বিশ্ব ভাবে, এত ক্ষুদ্র তাদের জীবন।

সুলেখা, তুমি পাখি হয়ে থেকো, মুক্ত পাখি
ইতর সম্প্রদায় যতই নিন্দা ছড়াক
নিজেকে মুক্ত রেখ, তোমার জন্য ফুলের সুবাস
নিজেদের মলে ইতরের খাঁচাবন্দি জীবন।

2 thoughts on “মুক্ত_পাখি

  1. নিজেকে মুক্ত রেখ, তোমার জন্য ফুলের সুবাস
    নিজেদের মলে ইতরের খাঁচাবন্দি জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

  2. চমৎকার অনুভূতির একটি কবিতা।

    ভীষণ ভালো লাগলো ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।