কৃপণ

তিন মিনিটের বিলম্বে এত রাগ
বাবার নাম ভুলিয়ে দিচ্ছ
অথচ নিজের বেলা
তেরো মাস ঝুলিয়ে রেখেছ!

বেশি কিছু চাইনি, শুধু একটা চুম্বন
তাই বলে তেরো মাস!

আমার কী রাগ করতে নেই,
আমি কী চিৎকার করে
তোমার কৃপণতা জাহির করতে
পারি না, অবশ্যই পারি!
নিতান্তই ভদ্র ঘরের ছেলে বলে…

2 thoughts on “কৃপণ

  1. তোমার কৃপণতা জাহির করতে
    পারি না, অবশ্যই পারি!
    নিতান্তই ভদ্র ঘরের ছেলে বলে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।