কবর

হ্যারিকেনের সলতে শুকিয়ে গেছে
তলানিতে যতটুকু কেরাসিন ছিল
ফুরিয়ে গেছে।

দপ করে জ্বলে ওঠা সুদূর অতীত
অবশিষ্টাংশ শুধুই ছাই
সব ফুরিয়ে গেলে যেমন
শূন্যতা ছেয়ে আসে

তেমনি শূন্য শরীর নিয়ে
অপেক্ষায় আছি, শীঘ্র কবরে ঢুকব।

1 thought on “কবর

  1. শরীর নিয়ে
    অপেক্ষায় আছি, শীঘ্র কবরে ঢুকব। আমরা সবাই। শুভ কামনা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।