উনচল্লিশে আটকা পড়েছিলাম
এই বুঝি রাস্তার শেষ।
কোথাও কোন আলো ছিল না,
পাশে ছিল না কোনো খড়কুটো;
সব সম্ভাবনা তিরোহিত হওয়ার পরে;
যখন চিরকালের ডুব দেওয়ার
প্রস্তুতি নিচ্ছি, তখন ভেতর থেকে
শেষবারের মতো ভেসে উঠার
আওয়াজ আসছিল। মৃত্যু প্রবল
বিক্রমে টানছে জীবন তবু শেষ চেষ্টার
গান শোনাচ্ছে, হাল না ছাড়ার
প্রণোদনা দিচ্ছে।
এখন একান্ন’র রাস্তায়।
উনচল্লিশে জয়ী হয়ে
রাস্তার পরিধি বাড়িয়েছি।
জীবনের গানে আস্থা
আরো মজবুত হয়েছে।
পরাজয় সহজ, সহজ
আত্মসমর্পণ। জীবন আপোষের
মৃত্যুর চেয়ে অনেকগুণ মূল্যবান,
জীবনের মূল্য জ্ঞাত হতে হবে।
হাল ছেড়ে দিলে মানুষ
মরে যায়, মৃত্যুর পূর্ব পর্যন্ত
মানুষকে বয়ে নিয়ে যেতে হবে
জীবনের পতাকা।
মৃত্যু প্রবল বিক্রমে টানছে জীবন তবু শেষ চেষ্টার
গান শোনাচ্ছে, হাল না ছাড়ার
প্রণোদনা দিচ্ছে।