যাত্রা

এই মুহূর্তে যে পাখি আকাশে উড়ছে
তার ডানা একদিন শিথিল হবে।
হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজছে যে তরুণী;
খুঁজে নিচ্ছে প্রেমিকের আলিঙ্গনের ছোঁয়া,
তার মনের বৃষ্টি একদিন থেমে যাবে।

খলখল হাসিতে যে শিশু পিতা-মাতার
দাম্পত্যের পরিধি বাড়াচ্ছে;
তার আদুল গাল একদিন চুপসে যাবে।

বৃক্ষের যৌবন দেখে আত্মহারা যুবক
অনুভব করে নিজের যৌবন
হাতের মুঠোয় অনায়াসে
ধরা দেয় বিলাসী স্বপ্ন
তাকে একদিন থুত্থুরে বুড়ো হতে দেখি।

কবিতায় যে গায় দুর্দান্ত জীবনের গান
ঝর্ণার উচ্ছলতায় যার কলম
কাগজের বুকে সিঁথি আঁকে
তার কলম থেমে যাবে, দীর্ঘ অপেক্ষার পর
অভুক্ত কাগজ চলে যাবে বাতিল বাক্সে।

একে একে ঝরে গেলে; পাতাশূন্য বৃক্ষ
একলা মাঠে বিলাপ করে,
তার বিলাপে সাড়া দেয় না মানুষ,
সাড়া দেয় না আকাশের পাখি।
চলৎশক্তিহীন পাখি, অথর্ব মানুষ
কবর আঞ্জামে ব্যস্ত, গাছের কান্না
তাদের কানে পৌঁছায় না।
শেষ যাত্রায় তারাও একলা
আশেপাশে কাউকেই খুঁজে পায়না।

1 thought on “যাত্রা

  1. হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজছে যে তরুণী;
    খুঁজে নিচ্ছে প্রেমিকের আলিঙ্গনের ছোঁয়া, তার মনের বৃষ্টি একদিন থেমে যাবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।