ইচ্ছা

মেঘের সাথে উড়াল দিতে চাইলেই হল;
আদিখ্যেতা বাদ দাও,
তুমি পাখি না যে ফুরুত করে উড়ে যাবে।

নিজেকে পাখি ভাবো! ঠিকাছে!
তবে ডানাকাটা
উড়বার চেষ্টা করলেই মুখ থুবরে পড়বে।
তারচে শাওয়ারের নীচে
প্রবাহিত হও।

ইচ্ছা থাকলেই হল;
যে ইচ্ছার আগামাথা নেই
তাকে ঝেড়ে ফেল।

কোন একদিন বৃষ্টি হবে হয়তো
তুমিও ভিজবে,
পাখির পালক নয়
সিক্ত হবে মানবীয় শরীর
এইটুকুতেই সন্তুষ্ট থাকো।

1 thought on “ইচ্ছা

  1. শুভ কামনা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।