থ্রিডি আয়না

আমার সামনে থ্রিডি আয়না
ওপারের আমিকে খুব জীবন্ত লাগছে
অথচ জানি; আমি মরে গেছি
স্থবির হৃদয়ে ভালোবাসা অবশিষ্ট নেই।

আয়নায় যা প্রতিফলিত সর্বদা সত্য নয়,
অনেক মুমূর্ষ আয়নার বদৌলতে
প্রাণবন্ত হতে পারে; অন্তরে অন্য খোঁজ।
মৃতবৎ মেকাপের জোরে
স্বল্পসময়ের জৌলুসে ফিরতে পারে,
সময় ফুরালে কফিনে ঢুকে পড়তেই হয়।

থ্রিডি আয়নায় সত্য প্রতিফলিত হয় না
সত্যের মাপকাঠি ভিন্ন।

1 thought on “থ্রিডি আয়না

  1. এক রাশ শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।