এই যে ফড়িং হলদে ফুল ছেড়ে
ঘন রক্তের মতো লাল গোলাপে
গিয়ে বসছে। এই যে শিশু খল খল হাসিতে
সুর ছড়িয়ে পৃথিবীকে মায়ায় বাঁধছে।
এইযে ঝর্ণা চড়াই-উৎরাই পেরিয়ে
সমুদ্রের বুকে গিয়ে মিশছে।
এই যে পাখি আনন্দ আশ্রমে
মন খুলে কিচিরমিচির করছে। এই যে
নাইওরি নৌকার মাঝি নতুন বধুর রূপে
মুগ্ধ হচ্ছে। এই যে খলবল মাছের ঘাই
পুকুরের জলে কাঁপন ধরাচ্ছে।
এই যে সন্ধ্যার সূর্যে মুগ্ধ মানুষ
বুকের বোতাম খুলে বুকে পুড়ছে
পুবাল হাওয়া। এই যে পূর্ণ চাঁদের মহিমা
জোসনার উৎসব হয়ে পৃথিবী পোড়াচ্ছে।
এসব খন্ড খন্ড মুগ্ধতা আছে বলেই পৃথিবী
সুন্দর, নির্জীব পৃথিবীর মাঝে এই দৃশ্যাবলী
বেঁচে থাকার রসদ। এই সুন্দরে পৃথিবী
বেঁচে থাকে; বেঁচে থাকে এই পৃথিবীর মানুষ।
বাহ বেশ চমৎকার নির্মাণ
সুন্দরে পৃথিবী বেঁচে থাকে; বেঁচে থাকে এই পৃথিবীর মানুষ।
শুভ কামনা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই।