পলে পলে মৃত্যুমুখে ধাবিত হচ্ছি;
শরীরের চামড়া ছিলে ফেলছে,
কোটরগত চোখ উপড়ে ফেলছে,
আঙুলের নখ থেঁতলে দিচ্ছে।
বুকের যেখানে হৃদপিণ্ড, সেখানে
আঘাত করে মৃত্যু নিশ্চিত করছে।
যারা আমাকে অত্যাচার করছে
তারা খুব মানবিক, চাপাতি দিয়ে
কোপাতে কোপাতে আওড়ে যাচ্ছে
মানবিক কবিতা। বিধাতার কাব্য
দিয়ে ন্যায্যতা দিচ্ছে মৃত্যুর।
আমার অপরাধ অতি সামান্য, নিজের
কাছে অপরাধ মনে হয় না।
অতিক্ষুদ্র অপরাধ তাদের
কাছে অসামান্য হয়ে দেখা দিয়েছে।
আমি নিতান্ত ছা-পোষা মানুষ;
কারো সাতে পাঁচে থাকি না। মুখ গুঁজে
নিজ কর্ম করে যাই। প্রতিবেশী আমাকে
ভালো মানুষ হিসেবে জানে। যেচে
কোনদিন ঝগড়া করিনি। তবে কিছুটা
একরোখা, মত প্রকাশে আপসহীন।
আমার অপরাধ খুব গুরুতর নয়;
শুধু মানুষ এবং বিধাতার দ্বন্দ্বে
আমি সবসময় মানুষের পক্ষে দাঁড়াই।
কবিতায় মুগ্ধ পাঠ। অনেক অনেক শুভকামনা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই।
বাহ অনুপম ।
ভীষণ ভালো লাগলো।