অস্থায়ী

বৃক্ষের পাতা ঝরা দিন আসে;
নদী একদিন মরে যায়,
চকচকে পিচের রাস্তা, ক্ষয়ে গেলে
আস্তানা গাড়ে ছাল ওঠা সারমেয়।
যৌবনে বুকের বোতাম খুলে
যে যেত শীত পাড়ায়
আজ সে জুবুথুবু, অতিরিক্ত
বস্ত্রে শীত আটকে না।

চৌকশ খেলোয়াড়; পায়ের
ঘূর্ণি তুলে যে মাড়াত
প্রতিপক্ষের জাল, ক্রাচের
সাহায্য ছাড়া পা ফেলতে
পারে না। ক্যারিয়ারের তুঙ্গে
সিঁড়ি মাড়ানো সেই যুবক
আজ উঠানের সামান্য
সিঁড়ি মাড়াতে পারে না।

তীক্ষ্ণ তীরন্দাজ বইতে পারে না
ধনুকের ভার, সেই তলোয়ার-বাজ
ধুকছে; বুকের হাপরে অক্সিজেনের
অভাব। ছবির মোনালিসার
মন ভুলান হাসি
মৌসুমি প্রেমিক কে সাময়িক
স্বস্তি হয়তো দেয় কিন্তু
রাতের বিছানায় অক্ষম
পুরুষ তার নাগাল পায় না।

একদিন ক্ষয়ে যেতে হয়
একদিন মুছে যেতে হয়।
জগতে কিছু চিরস্থায়ী নয়
জগত চিরস্থায়ী নয়।

1 thought on “অস্থায়ী

  1. যাপিত জীবনের সুস্পষ্ট অনুভবের প্রকাশ পেলাম আপনার আজকের লিখায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।