অনেক দিন পরে গচ্ছিত বেদনা
দেখতে তোমার কাছে এলাম
টকটকে লাল এমন রঙ
ধারণ করেছে…
আমার বেদনা তোমাকেও নীল
করে দেবে ভাবতে পারনি; কিন্তু
নিজে কত আর নীল হব
সহ্যের মাত্রা
ছাড়িয়ে গেলে মানুষ অপারগ
হয়। অপারগ পথিকেরে ক্ষমা
করে দিও। যদি একদিন ফুল
ফোটে, প্রথম পুষ্প
তোমার চরণে অর্ঘ্য দেব হে
দেবী। আমরা বেদনা ফিরিয়ে
নিয়ে তোমাকে মুক্ত করে দেব;
বিশ্বাস রেখো…
তোমার চরণে অর্ঘ্য দেব হে
দেবী। আমরা বেদনা ফিরিয়ে
নিয়ে তোমাকে মুক্ত করে দেব;
বিশ্বাস রেখো…
চমৎকার প্রকাশ