মেঘাচ্ছন্ন দিনের বিড়ম্বনা

4097

মেঘাচ্ছন্ন দিনে মেঘ হৃদয়ের
মেয়েকে জিজ্ঞেস করি
বৃষ্টির খবর। ঈশানে; রাজা প্রলয়
প্রস্তুতি নিচ্ছিলেন, মেঘের
জবাবের পুর্বেই তিনি
জোরেশোরে এসে পড়লেন।

প্রথম ধাক্কায় উড়ে গেল
কদলী বৃক্ষ। দাদাজানের
পুকুরে পাতা ছিল মৎস শিকারির
জাল; রাজা প্রলয় তার বুক
বিদীর্ণ করে পাশের বাড়ির
সফেদা গাছের সাথে কুস্তি
করলেন।

আমার প্রেমিকা শরীফা এহেন
কুস্তিতে আমোদ পেল। প্রলয়
যখন তাদের বাড়ি ছেড়ে পাশের
ক্ষেতে হামলে পড়েছে তখন
শরীফা সফেদা কুড়াতে যেই
বৃক্ষের নীচে এল; মেঘ জানালেন
প্রলয়ের পরে বৃষ্টি আসে।
শরীফা আমাকে বৃষ্টি নিমন্ত্রণ
জানাল।

আমি প্রেমিক হিসাবে লাজুক,
গড়িমসি করছি দেখে রাজা প্রলয়
পুনরায় ফিরে এলেন, ধাক্কা দিয়ে
বারান্দা থেকে উঠানে ফেলে
কোন কিছু বোঝার আগেই
লুঙ্গি খানা উড়িয়ে নিলেন।

1 thought on “মেঘাচ্ছন্ন দিনের বিড়ম্বনা

মন্তব্য প্রধান বন্ধ আছে।