মৃতের বিবৃতি

আমাকে ইন্দ্র মোহন রাজবংশী
করে যদি পাঠাতে

অন্তত একদিনের জন্য
সম্মানের পুনরুজ্জীবন পেতাম।

এই যে মরে গিয়ে চিহ্ন হীন এক কবরে
শুয়ে আছি। এই যে কবরের ফাঁক গলে
শেয়াল প্রতিদিন হিসু করে।

বলো খোদা এটা কি ন্যায় বিচার!

জীবিত আমি তুচ্ছ ছিলাম
অনেকের জুতোর শুকতলা
জিহ্বা দিয়ে চেটেছি।

তারা কুকুরের মতো দূর দূর করে
তাড়িয়ে দিয়েছে।

রাস্তার ট্রাক দানব যখন থেতলে দিল;
আঞ্জুমানে মফিদুল
দয়াপরবশ সাদা কাপড়ে পেঁচিয়ে
নিয়ে এলো এই রুগ্ন কবরে।

আঞ্জুমানের কাছে কৃতজ্ঞ
শেষ মুহূর্তে এক টুকরো
কাপড় অঙ্গে দিয়েছে।

তবুও মনে খেদ; রাজবংশী
মরেও মরেনি, আর আমি
জীবিত থাকতে ছিলাম মৃতের মত
মরে; রুগ্ন কবরে প্রতিদিন
শেয়ালের হিসুতে জর্জরিত হই।

2 thoughts on “মৃতের বিবৃতি

  1. মনে খেদ; রাজবংশী
    মরেও মরেনি, আর আমি
    জীবিত থাকতে ছিলাম মৃতের মত … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ❝আঞ্জুমানের কাছে কৃতজ্ঞ
    শেষ মুহূর্তে এক টুকরো
    কাপড় অঙ্গে দিয়েছে।❞

     

    আহা কী করুণ অবস্থা!

মন্তব্য প্রধান বন্ধ আছে।