সাময়িক পোষ্ট

SharedScreenshot20

শব্দনীড় ডট কম এর ডিজাইনে পোষ্টে Html বা php কোড লিখার অপশন বন্ধ করা আছে। লক্ষ্য করলে দেখতে পারবেন নতুন পোষ্ট যোগ করুন পেজ এ Html বা কোড লেখার অপশন নেই।দৃশ্যমান বাটন এ ক্লিক করে সাইটে অনুমোদিত অপশন সমুহ ব্যবহার করুন। বাংলা ব্লগ সাইটের মধ্যে সবচেয়ে পুরাতন ব্লগ সমুহের  মধ্যে একটি হচ্ছে শব্দনীড়।পোষ্টে  html যোগ করার কারনে সাইটের এক জটিল সমস্যার সৃষ্টি হয়  সেকারনে এই সাইটে সরাসরি html লেখার সুযোগ নেই । 

সেই কারনে অন্য সাইট থেকে সরাসরি কপি করা পোষ্ট শব্দনীড়ে ত্রুটি হিসাবে দেখা যাবে।

আপনার লেখা সঠিক ভাবে পোষ্ট হচ্ছে কিনা দেখার জন্য নতুন প্রকাশনা যোগ করুন পেইজের ডান দিকে প্রাকদর্শন বাটন ব্যবহার করতে পারেন। ড্যাশবোর্ডে পূর্ব্বর্তী  পোষ্ট সম্পাদনা করতে গিয়ে যদি কিছু দেখা না যায় তো দৃশ্যমান বাটন ক্লিক করুন । 

 

11 thoughts on “সাময়িক পোষ্ট

  1. আমি ব্যাক্তিগতভাবে অনুরোধ করবো, মন্তব্যের বক্সে এতো কারিকুলাম না রেখে ব্লগারদের লেখা এবং পোষ্ট আকর্ষণীয় করার জন্য HTML php সহ ড্যাশবোর্ডেই যুক্ত রাখুন। এতো ব্লগারদের মনের খোরাক পূরণ হবে।

    ধন্যবাদ! 

  2. সবচেয়ে পুরনো ব্লগটিতে আমরা অন্য কোথাও থেকে কপি করে পোষ্ট করতে পারতাম। 

    এখন পারছি না। 

    আমি মনে করি পুরনো অবস্থায় ফিরিয়ে আনলেই ভালো। এখানে নতুন কিছু যোগ করতে গেলে জটিলতা বাড়ে। 

  3. পোস্টের কোন অংশ কপি করে পেষ্ট করতে পারছি না মন্তব্যের ঘরে, যা আগে খুব সহজেই করতে পারতাম। 

    1. পোস্টের কোন অংশ কপি করে পেষ্ট করতে পারছি না মন্তব্যের ঘরে, যা আগে খুব সহজেই করতে পারতাম। 

       

      মন্তব্যের  বক্সে সবই করা যায়, কিন্তু ড্যাশবোর্ডে এর চেয়েও অধিক উন্নত সিস্টেম দরকার ছিলো বলে আমি মনে করি, দাদা।

  4.  

    মন্তব্যের  বক্সে সবই করা যায়, কিন্তু ড্যাশবোর্ডে এর চেয়েও অধিক উন্নত সিস্টেম দরকার ছিলো বলে আমি মনে করি, দাদা। 

     

    এখনতো পারলাম।  

  5. হ্যালো হ্যালো হ্যালো। মাইক্রোফোন টেস্টিং। ওকে ওকে।

    ইউটিউবের লিংক টেস্ট করতে হবে। দেখি কি হয়। হৈলো ভালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

    https://youtu.be/Fi1JUykQBKw

      1. ফ্রেমের মাপ তো মন্তব্য ঘর বা পোস্ট বডি ছাড়িয়ে যাচ্ছে। :)

         

  6. দুই একদিন পর পর আপনারা বগ্লের সিস্টেম নিয়ে হাডুডু খেলতে শুরু করেন কেন বুঝি না। পুরাতন সিস্টেম ভালো ছিল সেইভাবে থাকুক। একবার মন্তব্যের উত্তর দিতে পারি নাই কয়েক দিন আজ দুইদিন কপি করে  পোষ্ট করতে পারছি না  এড়িড করতে পারছি না । শব্দনীড় ভালোবাসি বলে এখানে আসি । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।