খোল দরজাটা

140

পছন্দের মানুষটাকে পাগল বলা জায়েজ আছে,
কিন্তু অপছন্দের লোকটাকে পাগল বলা যায় না;
তবুও কয়েক বার পাগল বলছো- তার মানে
একটু একটু পছন্দের বাতাস ভেসে গেছে সাদা
মেঘের দলে কিন্তু নীল মেঘ এখন ঝর্ণা ধরায়-
অপছন্দের পাগল শব্দটা কেনো স্বপ্ন দেখায়?

রাতের দোষ নয় তো ঘুমপারানির দোষ- তবুও
প্রশ্ন জাগে কতটুকু পছন্দ করেছিল আজও জানা-
জানা হলো না? ঘৃণার দরজাটাকে কলঙ্ক দিয়ে বন্ধ
করেছো আর কতবার চেষ্টা করব- খোল দরজাটা-
এই তো ভেসে যাচ্ছি পুর্বপুরুষদের কুঁটিরে- তারপরও
জানা হবে না কিছু কথার রোমান্টিক এবার দরজাটা খোল।

০১ কার্তিক ১৪২৬, ১৭ অক্টোবর ২০
———————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “খোল দরজাটা

  1. প্রিয় মুরুব্বী দা এই পোষ্টটা না দেখে করেছি তারমানে হলো পোষ্টদিন ঘরে কোনকিছু দেখতে পাই না প্লীজ একটু দেখুন——–

  2. আমি জানি এবং বুঝেছি প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। পোস্ট লিখার জায়গায় দৃশ্যমান নামের একটি বাটন রয়েছে। সেখানে ক্লিক করলেও পোস্টের কন্টেন্ট ভেসে উঠে। এনিওয়ে, টেক প্রশাসক সাহেব ব্লগের কাজ ফিক্স করার চেষ্টা করে চলেছেন। নিশ্চয়ই এই সমস্যা থাকবে না। আপনাকে ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আপনার ভাবনার গভীরতা দেখে মুগ্ধ হলাম, দাদা। শুভকামনা  থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।