স্বপ্নের নির্বাসন

অস্তগামী সূর্যের ক্ষীণ আলো-আঁধারের নিমন্ত্রণ,
অজানা গন্তব্যে চলেছি বেশ খানিক-
নিখোঁজের খোঁজে ঘুম নেই আত্মার,
নন্দিত কাবুলে বিষাদের সুর!

স্তব্ধ-নীরব গৃহতল, গৃহত্যাগীদের বিরামহীন চলা-
শঙ্কাহীন চোখ জোড়া-মুমূর্ষু তিমিরের খোঁজে,
নন্দিত জাতি, সৃজনে-মহাকল্যাণে।
কারণে-অকারণে স্বপ্নোত্থিত,
ভদ্র সমাজে নিশাচর প্রাণী-চোর!

খুদে মানুষের চলাফেরা সন্দেহজনক-
বাহারী সাজেও ঠাট্টা-গালমন্দ!
স্বপ্ন দেখা আমাদেরই অজুহাত-বিলিন সত্তারে,
জানি না স্বপ্নের কি হয়?
কোনো দেবালয়ে আশ্রিত সত্যই স্বপ্ন!
নাকি,
আমাদের ছোট জাতের দেখা কোন ভুল?

আমাদের ছোট্ট জীবনে বেঁচে থাকাই মহানন্দ-
কোন কালের স্বপ্নদেখা!
ছাপ্পানো হাজার বর্গমাইলে কথা জমে আছে,
বুকের গহীনে আগুন জ্বলে-
আমাদের গুরুদের প্রভুপরায়ণে, স্বপ্নরা মূল্যহীন।
জ্ঞানের প্রথম পাঠে,
আমাদের হিংসার বাস, আর বিমুখতা স্বপ্নে!
তাই,
রুচিহীন-রুটিহীন সমাজে,
আমাদের দেখা সবই ভুল-অকারণে,
স্বপ্নের নির্বাসন!

2 thoughts on “স্বপ্নের নির্বাসন

  1. রুচিহীন-রুটিহীন সমাজে,
    আমাদের দেখা সবই ভুল-অকারণে,
    স্বপ্নের নির্বাসন! ___ অসম্ভব সহজ এই বাস্তবতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।