কবিদের শহরে আজ বসন্ত নেই,
বড্ড ক্লান্ত আমি-
পাণ্ডুলিপির পাতাগুলো অনাদরে,
পড়ে আছে বেনামি প্রকাশনীর দোকানে।
কবিতার চাষাবাদে শৈল্পিক আবহ নাই,
নাই, কথাদের সহাস্য মেলবন্ধন!
বিরহ-বিরস বদনে কবি সত্তা-
মস্তিষ্কের বেকার খাটুনি।
কবিতার শহরটা টানছে না দিন কয়েক,
বোবা শব্দে প্রেমানুভূতি অলীক,
পাণ্ডুলিপি পড়ে থাক দোকানে-
অসাড়তা আঁকড়ে ধরেছে।
মিথ্যার চর্চা শিখে গেছি আমি,
দু’চারি কথায় বেশ ভালো থাকি বলি-
কবিতায় মন্দ স্বভাবের বিরুদ্ধাচারণ,
কবিতার শব্দ ঠিক যেন সাজে না।
যে কবিতা আমার সুরূপার কথা বলতো-
কোন দ্রোহে কলহ করেছে শব্দগুলো,
নাকি ভুলে যাওয়ার-
আচ্ছা, ভুলে গেছে সুরূপা!
এইতো সেদিন বলেছিলাম,
সুরূপা ভুলে গেছে হয়তো,
কবিতার আসরে শব্দের অনুপস্থিতি-
জানান দিচ্ছে এমনই হয়েছে।
বিছানায় পড়ে আছি মরার মতো,
দুই লাইনের পঙক্তিতে আমার ব্যর্থতা,
সুরূপা ভুলে বসেছে-
তাই, কবিতার বিদ্রোহ!
সুরূপা,
ফিরে এসো পাণ্ডুলিপির অঙ্গজুড়ে,
কবিতায় আবার বসন্ত আসুক,
কবিদের শহরে ছড়িকে পড়ুক প্রেমানুভব।
আমি জানি তুমি আসলেই,
আবার কবিতায় বিপ্লব হবে,
সুরারোপিত হবে কবিতার ভাবে-
তুমি আসলেই।
বোবা শব্দের করুণ চাহনিতে,
প্রেম আসবে,
সুরূপা ফিরলেই,
নতুন পাণ্ডুলিপি জমা দিবো প্রকাশনীতে।
মনোমুগ্ধকর , অসম্ভব ভালো লাগলো।
কবিতাটি পড়তে অসাধারণ লাগলো। বেস্ট অব লাক।