চিঠি

অতঃপর-
আমার অনুভুতি ভরা চিঠিটা লিখেই ফেললাম,
তোমাকে জানাব বলে।

এই চিঠিতে আমার বুক ভরা ভালবাসার সাথে-
তোমার প্রতি আমার হৃদয়ের স্পন্দনের স্পর্শ লিখেছি।
প্রতিটা শব্দের মাঝে আমার বেঁচে থাকার কারণ বলেছি,
বলেছি; তুমি আমার প্রতিটি শ্বাসের উৎসের কথা।

প্রিয়, তুমি কি জান-
এই চিঠিটা আমার সমস্ত জীবনের বেঁচে থাকার প্রকাশ।

কারণ-
এই চিঠিটা পড়ে তোমার হ্যাঁ বা না বলাটাই;
আমার জীবনের গতিপথ মুহুর্তেই বদলে দিতে পারে।
একটা হ্যাঁ অথবা না-ই-
আমার জীবনটাকে স্বার্থক বা অনর্থক করে দিবে।

বুঝতে পারছ প্রিয়- এই চিঠিটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ??

একটা অনুরোধ প্রিয়-
তুমি আমার এই ভালবাসা মাখা চিঠিটা-
শুধু- একবার পড়ে নিও।
শুধু একবার।

ফেনা সম্পর্কে

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। কিন্তু এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান।

19 thoughts on “চিঠি

  1. জীবন বড়ই নিষ্ঠুর! স্বার্থের কাছে ভালবাসা কেন যেন শেষমেষ পেরে উঠে না। 

    হৃদয় হবে। ঠিক করে দিন।

    কবিতা ভাল লেগেছে।

    1. অনেক ধন্যবাদ প্রিয় যুনাইদ ভাই। বানান ঠিক করে দিয়েছি।

  2. চিঠি কবিতার আকুতি দূর্দান্ত ভাবে ফুটে উঠেছে।

    1. কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই।

  3. অভিনন্দন ভালোবাসা কবি ফেনা ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. খুব সুন্দর চিঠি কবিতা।পড়ে ঢের ভালো লাগলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।