মানব প্রেমিক তুমি যে দেবতা
লক্ষ্মণ ভাণ্ডারী
মানব প্রেমিক তুমি যে দেবতা
তুমি সর্বশক্তিমান।
জাগ্রত ভগবান সদা জাগ্রত ভগবান।
আপনি আচরি শিখাইলে ধর্ম
নাম তব দেশে দেশে,
সত্দীক্ষা দিয়ে জাগালে চেতনা
মানুষেরে ভালবেসে।
সত্যে শ্রীহরি ত্রেতায় রাম
যুগে যুগে অধিষ্ঠান।
মানব প্রেমিক তুমি যে দেবতা
তুমি সর্বশক্তিমান।
জাগ্রত ভগবান সদা জাগ্রত ভগবান।
যুগে যুগে তুমি এসেছো ধরায়
মানবে করিতে ত্রাণ,
তব নাম লয়ে সুখী হয় জীবন
পাপী পায় পরিত্রাণ।
মানব প্রেমিক তুমি যে দেবতা
তুমি সর্বশক্তিমান।
জাগ্রত ভগবান সদা জাগ্রত ভগবান।
সত্দীক্ষা দিয়ে সবাকারে তুমি
দেখাইলে নতুন পথ,
অজ্ঞান নাশি জ্ঞানের আলোকে
চালিয়েছো তব রথ।
বিশ্বপ্রেমিক তুমি যে ঠাকুর
তুমি যে আমার প্রাণ,
অজ্ঞান অন্ধকার ঘুচায়ে প্রভু
জ্ঞান অঞ্জন কর দান।
মানব প্রেমিক তুমি যে দেবতা
তুমি সর্বশক্তিমান।
জাগ্রত ভগবান সদা জাগ্রত ভগবান।
মানব প্রেমের সত্য প্রেমিক এর প্রতি আন্তরিক শুভেচ্ছা।
পরম প্রেমময় পরম দয়ালের রাতুল চরণে জানাই প্রণাম।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকুন, জয়গুরু!
জাগ্রত ভগবান সদা জাগ্রত ভগবান। ঠাকুরের প্রতি প্রণাম ভালোবাসা।
পরম প্রেমময় পরম দয়ালের রাতুল চরণে জানাই প্রণাম।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবিবর। সাথে থাকুন, জয়গুরু!
কবিতাটি পড়লাম কবি দা।
পরম প্রেমময় পরম দয়ালের রাতুল চরণে জানাই প্রণাম।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি বোন আমার।
সাথে থাকুন, জয়গুরু!
যুগে যুগে তুমি এসেছো ধরায়
মানবে করিতে ত্রাণ,
তব নাম লয়ে সুখী হয় জীবন
পাপী পায় পরিত্রাণ।
পরম প্রেমময় পরম দয়ালের রাতুল চরণে জানাই প্রণাম।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ও অনুপ্রেরণা পেলাম।
সাথে থাকুন, জয়গুরু!
প্রণাম প্রিয় কবি দা।
পরম প্রেমময় পরম দয়ালের রাতুল চরণে জানাই প্রণাম।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ও প্রাণিত হলাম প্রিয় কবিবোন।
সাথে থাকুন, জয়গুরু!
তিনিই পরিত্রান দাতা
বেশ লিখেছেন শ্রদ্ধেয় দাদা!
পরম প্রেমময় পরম দয়ালের রাতুল চরণে জানাই প্রণাম।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ও প্রাণিত হলাম প্রিয় কবিভাই।
সাথে থাকুন, জয়গুরু
পাতায় সুস্বাগতম।
আগামীকাল থেকে প্রতিদিন কয়েকটি পরিচ্ছেদ নিয়ে শুরু হবে নতুন বিভাগ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও তাঁর বানী (প্রথম পরিচ্ছেদ) আগামীকাল থেকে প্রকাশিত হবে।
থাকবে শ্রী শ্রী ঠাকুরের জীবনী ও বানী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।
সকলের সহযোগিতা প্রার্থনা করি।
জয়গুরু!