সঙ্গমঃ এই আকুতি পৃথিবীর

সাদা শুধা গন্ধে-
সঙ্গমের আস্ফালন।
নিশ্চিত মৃত্যু জেনেও
কামনার মধুতে ঝাঁপিয়ে পড়ার আকুতি;
এই আকুতি পৃথিবীর।

সাদাতে জন্ম; সাদাতেই মৃত্যু
তবে মাঝখানের জীবন সাদা নয় কেন!!

আমাদের যাত্রা নিষিদ্ধ গন্ধমে;
শুভ্র সুন্দর বেলীফুলের দিকে নয়।

সঙ্গমের রঙ সাদা-
তবে বেলীফুলের মত শুভ্র সুগন্ধী নয়।
তারপরও; আমরা খাদ্য বা জীবনের জন্য নয়,
মনে হয় সঙ্গমের জন্যই বেচেঁ থাকি!!

হতে পারে সঙ্গমে গন্ধমের স্বাদ
আছে সঙ্গমে নতুন প্রাণের আবাদ।

সবই যাপিত জীবনের কাল্পনিক বিলাস
বাস্তবিক জীবনের সত্য রুহ নয়,
নয় কোন সঠিক গন্তব্যের দিশা।

ফেনা সম্পর্কে

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। কিন্তু এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান।

6 thoughts on “সঙ্গমঃ এই আকুতি পৃথিবীর

  1. লিখাটিতে অসাধারণ প্রাণচাঞ্চল্য রয়েছে বলে মনে হলো। ভালো লিখেছেন মি. ফেনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনেক অনেক ধন্যবাদ  আপনাকে আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

      ভাল ও সুন্দর থাকুন সব সময়। 

  2. সবই যাপিত জীবনের কাল্পনিক বিলাস

    বাস্তবিক জীবনের সত্য রুহ নয়,

    নয় কোন সঠিক গন্তব্যের দিশা।

    দারুণ লিখেছেন …

    সতত শুভ কামনা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।