শবনম – আমার প্রথম প্রকাশিত উপন্যাস

একুশে বইমেলা ২০২০তে প্রকাশিত হচ্ছে আমার প্রথম উপন্যাস – শবনম। বিশেষ একটি ব্লগের বহুল আলোচিত এবং সর্বোচ্চ পঠিত গল্পের সিরিজ এক মলাটে পড়ার আমন্ত্রণ রেখে গেলাম।

বইয়ের নামঃ শবনম
বইয়ের ধরনঃ উপন্যাস
প্রচ্ছদ পরিকল্পনাঃ মোজাদ্দেদ আল ফেসানী জাদিদ
শবনমের ছবিঃ শায়মা হক
প্রকাশনীঃঃ এক রঙ্গা এক ঘুড়ি
বইমেলা ২০২০ স্টল নংঃ ৫৮৭

শবনম ফার্সি শব্দ। সুদূর পারস্য ভাষা থেকে আগত এই শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ভোরের শিশির। এর সমার্থক শব্দগুলির অর্থ হচ্ছে ক্ষনস্থায়ী, স্বল্পস্থায়ী বা অল্পতেই নিঃশেষ হয়ে যাওয়া। প্রতিটা মানুষের এই নশ্বর জীবনের সাথে এই নামের অর্থের কতই না মিল!

ছোট্ট এই জীবনে মানুষ কত কিছুর স্বপ্নই না দেখে, কত কিছুরই প্রত্যাশা করে, হৃদয়ের গহীনে নিরন্তর বানিয়ে যায় একের পর এক আশার বালুচর। হয়তো কিছু পায়, কিছু পায় না। যা পায় না সেটা পাবার জন্য মরিয়া হতেও কেউ কেউ পিছ’পা হয় না। আশা আর আশাভঙ্গের খেলা নিয়েই চলে নিরন্তর এই জীবনের পথচলা। জীবনের এই পথচলা কখন সোজা আর সহজ রাস্তায় হয় না।

শবনম হলো ভোরের শিশির যা প্রকৃতির অমোঘ বিধানে সূর্যের প্রথম আলোকচ্ছটায় হারিয়ে ফেলে তার অস্তিত্ব।

কেউ কী পারবে নিয়তি’কে পাশ কাটিয়ে ভোরের শিশির’কে জীবনের সাঁঝবেলা পর্যন্ত একান্ত করে ধরে রাখতে?

এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনই একটা করে মহাকাব্য। আর এই মহাকাব্যের সব স্তবকই কিন্তু ছন্দ মিলিয়ে লেখা হয় না। কিছু কিছু জায়গায় তাকদীরের রহস্যময় খেলায় অছন্দের কারূকাজ না চাইতেও লেখা হয়ে যায়। কল্পনাতীত অবাধ্য এই কারূকাজ ঠেকিয়ে রাখে সেই সাধ্য কার?

জীবন নামের এই মহাকাব্যের কিছু ছন্দ আর অছন্দের কারূকাজ পড়ার আমন্ত্রণ রইলো।

ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

6 thoughts on “শবনম – আমার প্রথম প্রকাশিত উপন্যাস

  1. উপন্যাস: শবনম এর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ মি. যুনাইদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কৃতজ্ঞতা রইলো নিরন্তর মুরব্বী ভাই। 

      বইটা পড়ার আমন্ত্রণ দিয়ে গেলাম। 

  2. কেমন আছেন  যুনাইদ ভাই ?

    বইটির সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। শুভকামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. বইটা বের হয়েছে দেখে অনেক খুশি আজকে। অন্যরকম একটা ভালোলাগা!

      ধন্যবাদ আপনাকে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।