সুস্মিতার হাতে একগোছা রজনীগন্ধা

এক ঝরঝর বাদর দিনে
বুকের গভীর খাঁজে খাঁজে নীল কষ্ট খুঁজে ফিরছিলো
মেঘাচ্ছন্ন আকাশ-
আমি তখন ধানমন্ডি লেকের ধারে,
এক পশলা বৃষ্টিস্নাত চকচকে পেভমেন্ট ধরে হেঁটে হেঁটে
দৃষ্টিবিলাসীর মৌণমুখর ভাবনাবিলাসে ছিলেম বড্ড বিভোর!


হাঁটছিলাম আর ভাবছিলাম সুস্মিতার কথা!
ওকে নিয়ে প্রথম যেদিন এখানে এসেছিলাম
সেদিনও মেঘবালিকাদের কষ্টে ছেয়ে ছিলো আকাশটা।
ঝিরিঝিরি বৃষ্টির ইলশেগুঁড়ি ভালোলাগায়
দু’জনের শরীর ছুঁয়ে ছুঁয়ে ভালোলাগা মিশছিলো লেকের জলে!
এই ঢাকা শহরকে তখন মনে হচ্ছিলো কেবলি আমার।


ভালোবাসার মোড়কে উষ্ণতর কাঁপন হাতে ধরিয়ে দিয়ে
সুষ্মিতা যেদিন চলে গেলো-
সেদিনও মেঘবালিকারা বড্ড কেঁদেছিলো।
অবহেলায় তিরতির করে কেঁপেছিল
সুস্মিতার হাত থেকে পড়ে যাওয়া একগোছা ভেজা রজনীগন্ধা!


এখনো প্রতিটি ভরা বাদর দিনে
চকচকে পেভমেন্ট ধরে হেঁটে চলি আমি।
মৌণ প্রহরগুলি আজ
কারো বুকের সৌরভের ট্রেইল ধরে ধরে
কবিতার যরীণ হরফ হতে এখন আর মিলিয়ে যায় না।


আজ সুস্মিতা নেই
আমারও কোনো শহর নেই।।

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

3 thoughts on “সুস্মিতার হাতে একগোছা রজনীগন্ধা

  1. কবিতার স্মারক গুচ্ছে অসাধারণ অনুভবের কয়েকটি লাইন পড়লাম।
    অভিনন্দন মি. মামুন। শুভ সকাল। আশা করবো ভালো আছেন।

  2. অসাধারণ প্রেমময় কাহিনী

    অনেক শুভ কামনা রইল কবি দা————–https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. দারুণ লেখা। মুগ্ধ হলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।