এক ঝরঝর বাদর দিনে
বুকের গভীর খাঁজে খাঁজে নীল কষ্ট খুঁজে ফিরছিলো
মেঘাচ্ছন্ন আকাশ-
আমি তখন ধানমন্ডি লেকের ধারে,
এক পশলা বৃষ্টিস্নাত চকচকে পেভমেন্ট ধরে হেঁটে হেঁটে
দৃষ্টিবিলাসীর মৌণমুখর ভাবনাবিলাসে ছিলেম বড্ড বিভোর!
–
হাঁটছিলাম আর ভাবছিলাম সুস্মিতার কথা!
ওকে নিয়ে প্রথম যেদিন এখানে এসেছিলাম
সেদিনও মেঘবালিকাদের কষ্টে ছেয়ে ছিলো আকাশটা।
ঝিরিঝিরি বৃষ্টির ইলশেগুঁড়ি ভালোলাগায়
দু’জনের শরীর ছুঁয়ে ছুঁয়ে ভালোলাগা মিশছিলো লেকের জলে!
এই ঢাকা শহরকে তখন মনে হচ্ছিলো কেবলি আমার।
–
ভালোবাসার মোড়কে উষ্ণতর কাঁপন হাতে ধরিয়ে দিয়ে
সুষ্মিতা যেদিন চলে গেলো-
সেদিনও মেঘবালিকারা বড্ড কেঁদেছিলো।
অবহেলায় তিরতির করে কেঁপেছিল
সুস্মিতার হাত থেকে পড়ে যাওয়া একগোছা ভেজা রজনীগন্ধা!
–
এখনো প্রতিটি ভরা বাদর দিনে
চকচকে পেভমেন্ট ধরে হেঁটে চলি আমি।
মৌণ প্রহরগুলি আজ
কারো বুকের সৌরভের ট্রেইল ধরে ধরে
কবিতার যরীণ হরফ হতে এখন আর মিলিয়ে যায় না।
–
আজ সুস্মিতা নেই
আমারও কোনো শহর নেই।।
কবিতার স্মারক গুচ্ছে অসাধারণ অনুভবের কয়েকটি লাইন পড়লাম।
অভিনন্দন মি. মামুন। শুভ সকাল। আশা করবো ভালো আছেন।
অসাধারণ প্রেমময় কাহিনী
অনেক শুভ কামনা রইল কবি দা————–
দারুণ লেখা। মুগ্ধ হলাম।